English

হোসেন প্রি- ক্যাডেট স্কুল

EIMS CODE : 206080240, PIMS CODE: 401287

সহকারি প্রধান শিক্ষকের বাণী

বিনয় বিশ্বাস - সহকারি প্রধান শিক্ষক

“পড়াশোনায় লেগে থাকো : একটা কথা মনে রাখবে যেকোনো বিষয়ে সফল হতে হলে তার পেছনে লেগে থাকতে হবে। পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করো এবং অন্যরা কীভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নাও। সহপাঠীদের কাছে সমাধান না পেলে শিক্ষকের কাছে পরামর্শ নাও। প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নাও। কারও না কারও কাছে সমাধান পাবেই। পড়াশোনাকে মন থেকে ভালোবাসো, লেগে থাকো- সফলতা আসবেই। ।